ইসির দায়িত্ব হচ্ছে নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা : ব্রিটিশ হাইকমিশন

download-1কোন ধরণের সহিংসতা ও অরাজকতা ছাড়াই নির্বাচনী প্রচারণার পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে সকল রাজনৈতিক দলসহ আইন-শৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশনের। ব্রিটিশ হাইকমিশন এ কথা বলে এক বিবৃতি দিয়েছে।

সোমবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনী প্রচারকালে তার গাড়িবহরে হামলার পর ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন মঙ্গলবার এ বিবৃতি দেয়।

 

দেশটির বাংলাদেশস্থ হাইকমিশনার রবার্ট গিবসন এ বিবৃতিটি দেন। এসময় তিনি আশাবাদ ব্যক্ত করেন, ২৮ এপ্রিলের নির্বাচনে বাস্তবিক অর্থেই গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটাররা যেন তাদের পছন্দসই প্রার্থীকে ভোট দিতে পারে সে ব্যবস্থা নির্বাচন কমিশন করবে।

এসময় তিনি বলেন, ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রচারের সময়ে গত দুই সপ্তাহে সংঘটিত সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন।

Scroll to Top