ইয়াবাসহ ওলামা লীগ নেতা আটক

badiulalam_cox_71348 এবার ইয়াবাসহ ধরা পড়লেন আওয়ামী ওলামা লীগের এক নেতা।

জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক বদিউল আলম সিকদারকে ৮০০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

বদিউল আলম টেকনাফ হ্নীলা ইউনিয়নের নয়াবাজার এলাকার মীর আহমদ সিকদারের ছেলে।

বুধবার সকালে কক্সবাজার শহরের রুমালিয়ারছড়া থেকে তাকে আটক করা হয়।

কক্সবাজার সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল আজিম জানান, বুধবার সকাল ৮টায় ক্রেতা সেজে কক্সবাজার রুমালিয়া থেকে তাকে আটক করা হয়। ওই সময় তার কাছ থেকে আটশ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক বদিউল আলমসহ অপর ৪ জনকে আসাসি করে মাদক আইনে দু’টি মামলা হয়েছে বলে জানান তিনি।

আটক বদিউল আলম ওলামা লীগের দায়িত্ব পালনের পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রশাসনিক কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন।

এদিকে রফিউদ্দিন আহমদ নামে একজন নিজেকে জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক দাবি করে বলেন, গেল বছরের ২৫ নভেম্বর মাওলানা বদিউল আলমকে বহিষ্কার করা হয়েছে। বর্তমানে তিনিই জেলা ওলামলীগের সাধারণ সম্পাদক।

Exit mobile version