ইয়াবাসহ মসজিদের ইমাম আটক

বগুড়া জেলার শেরপুরের চণ্ডিপুর এলাকায় মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ইয়াবাসহ সাবেক ইমামকে ও আর এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন-উপজেলার ভবানীপুর ইউনিয়নের চণ্ডিপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে ফরিদুল ইসলাম (৪০) ও ঢাকার কামরাঙ্গীচরের আশরাফাবাদের আ. রশিদের ছেলে দেলোয়ার হোসেন (৪২)। এর মধ্যে ফরিদুল ইসলাম শেরপুর উপজেলার ছোনকা বাজার জামে মসজিদের সাবেক ইমাম।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুকুল ইসলামের নেতৃত্বে পুলিশের বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে তাদের রাত ১০টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা বাজার এলাকা থেকে ইয়াবাসহ আটক করে।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

Scroll to Top