ভারতের আসামের বিছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) নেতা রঞ্জন চৌধুরী ও তার সহযোগী প্রদীপ মারাককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কিশোরগঞ্জের একটি আদালত।
আজ বুধবার এই দুই আসামির উপস্থিতিতে কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ মাহবুবুল ইসলাম এই রায় ঘোষণা করেন। পাঁচ বছর আগে ভৈরবে তাদের গ্রেপ্তার করা হয়।
এর মধ্যে রঞ্জন চৌধুরী ওরফে মেজর রঞ্জনের সাজার আদেশ হয়েছে অস্ত্র ও সন্ত্রাস দমন আইনের দুই মামলায়। অস্ত্র মামলায় খালাস পেলেও সন্ত্রাস দমন আইনের মামলায় ওই সাজা হয়েছে প্রদীপ মারাকের।