প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির নির্বাচন বর্জনের সমালোচনা করে কারচুপির অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, কারচুপিই হলে তাদের মেয়র প্রার্থীরা তিন লাখের বেশি ভোট পেল কী করে?
বুধবার প্রধানমন্ত্রী তার কার্যালয়ে বিএনপি-জামায়াতের আন্দোলনের নামে বাস পোড়ানোয় ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক হস্তান্তর করছিলেন। চেক দেওয়ার পর উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।