খালেদা ভোট চান কীভাবে: প্রধানমন্ত্রী

সিটি নির্বাচনের দুদিন আগে রোববার বিএনপি চেয়ারপারসনের সংবাদ সম্মেলনের দুই ঘণ্টার ব্যবধানে গণভবনে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।

সাম্প্রতিক ইন্দোনেশিয়া সফর নিয়ে এই সংবাদ ডাকা হলেও প্রধানমন্ত্রীর বক্তব্যের পর এক সাংবাদিক তার কাছে খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়া জানতে চান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কীসের প্রতিশোধ, কার উপর প্রতিশোধ? কোথায় নেবে? কার ওপরে নেবে? এগুলো ভেবে দেখতে হবে।’

শেখ হাসিনা তখন বলেন, “তিনি মিথ্যার ফুলঝুরি দিয়ে গেছেন।”

যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যদের ভুয়া বিবৃতি এবং ভারতের বিজেপি প্রধান অমিত শাহের ফোনালাপের প্রসঙ্গ ধরে তিনি বলেন, “উনার মিথ্যাচারের কথা কী বলব!

“দেশের ভেতরে তো মিথ্যাচার করেই যাচ্ছেন, বিদেশিদেরও ছাড় দেননি। মিথ্যা কথা উনি চমৎকারভাবেই বলতে পারেন।”

Scroll to Top