খালেদা জিয়ার জামিন মঞ্জুর

জিয়া অরফানেজ ট্রাষ্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জামিন দিয়েছেন আদালত। আজ ঢাকা আলিয়া মাদ্রাসায় স্থাপিত মহানগর দায়রা জজ অস্থায়ী আদালতের বিচারপতি আবু আহমেদ জমাদ্দার এই জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে আদালত আগামী ৫ মে মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহনের দিন ধার্য্য করেন। সকাল ১০টা ৩৫ মিনিটের সময় বেগম খালেদা জিয়া আদালতে হাজির হন। প্রায় এক ঘণ্টা আদালতের কার্যক্রম চলে। এরপর বেলা ১১টা ৩৫ মিনিটে তিনি আদালত ত্যাগ করেন। বেগম খালেদা জিয়ার পক্ষে সাবেক অ্যাটর্নী জেনারেল এ.জে মোহাম্মদ আলী জামিনের আবেদন করেন। আদালত উভয়পক্ষের শুনানি গ্রহণ করে বেগম খালেদা জিয়াসহ তিন আসামীকে জামিন দেন। বেগম খালেদা জিয়ার আইনজীবীরা দুই মামলার জব্দ তালিকাসহ সাক্ষীদের সকল নথি আসামীপক্ষ দেয়ার জন্য আদালতের কাছে আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করেন এবং আগামী ২৮ এপ্রিল সিটি করপোরেশন নির্বাচনের গুরুত্ব বিবেচনা করে আগামী ৫ মে পরবর্তী সাক্ষ্যের দিন ধার্য করেন।

Exit mobile version