বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশ নিয়ে আচরণবিধি লঙ্ঘন করছেন বলে অভিযোগ করেছেন বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ।
তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া দলীয় কার্যালয়ে পুলিশ প্রটোকলে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তিনি সরকারি সুবিধা নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এটা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন।’
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে রক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মুজিবনগর দিবসে দেশবাসীকে সকল সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান জানিয়ে আওয়ামী লীগের প্রবীণ এই নেতা বলেন, সিটি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। কেউ অরাজক পরিস্থিতি সৃষ্টি এবং নির্বাচন বানচালের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যবস্থা নেবে।
তিনি বলেন, তিনটি সিটি করপোরেশন নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে খালেদা জিয়ার জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জবাব দেবে।