পটুয়াখালীর গলাচিপা উপজেলার উলানিয়া বাজারে সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির দখল করা প্রায় দুই একর সরকারি খাস জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার সকালে এ জমি উদ্ধার করে প্রশাসন। এ সময় ১১১টি বিভিন্ন ধরনের স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে অপসারণ করা হয়। উচ্ছেদ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মাইনুদ্দীন ও বকুল চন্দ্র কবিরাজ সার্বক্ষনিক তদারকি করেন। গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। মাহবুব আলম বলেন, ২০১৪ সালের ২৩ ডিসেম্বর জেলা প্রশাসনের জারি করা এক নোটিশের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকাল থেকে একদল পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।