গত মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ৭২ ঘণ্টা হরতালের সঙ্গে আরো ৪৮ ঘণ্টা বাড়ানোর খবর দেন বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ।
হরতাল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করার জন্য বিএনপি ও ২০-দলীয় জোটের সকল পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে আহবান জানান সালাহ উদ্দিন।
তিনি বলেন, ‘গণদাবির বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন থেকে পিছপা হবে না ২০-দলীয় জোট। জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন চালিয়ে যেতে আমরা অঙ্গীকারাবদ্ধ।’
এর আগে গত শুক্রবার এক বিবৃতিতে রবিবার সকাল ছয়টা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত টানা ৭২ ঘণ্টা হরতালের ডাক দেন বিএনপির এই যুগ্ম-মহাসচিব।
এ নিয়ে লাগাতার অবরোধের মধ্যে টানা দুই সপ্তাহ ধরে দেশে হরতাল পালিত হচ্ছে। হরতাল ঘিরে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিয়মিত বাহিনীর সঙ্গে সীমান্ত বাহিনী বিজিবি মহাসড়কে টহল দিচ্ছে।
বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মুহসীন রেজা জানিয়েছেন, হরতাল-অবরোধে নাশকতা রোধে শুধু রাজধানীতে বুহস্পতিবার ভোর থেকে ছয় প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।
তিনি বলেন, এছাড়া ঢাকার বাইরে মোতায়েন করা হয়েছে ২২৮ প্লাটুন বিজিবি। এর মধ্যে মহাসড়কে চলাচলরত যানবাহনে নিরাপত্তার জন্য ১১৮ প্লাটুন এবং বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা স্বাভাবিক ও অন্যান্য নাশকতা এড়াতে দায়িত্বপালন করবে ১১০ প্লাটুন বিজিবি।
এছাড়া জরুরি ভিত্তিতে সারাদেশে মোতায়েনের জন্য ৭২ প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান মুহসীন রেজা।
হরতালে রাজধানী ঢাকা থেকে দূরপাল্লার কোনো পরিবহন ছেড়ে যাচ্ছে না। আবার বাইরে থেকেও কোনো পরিবহন আসছে না। তবে ট্রেন চলাচল করছে।