গাড়ি পোড়ানোর এক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। অন্য তিনটি মামলায় তাকে কেন জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।
মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন ও মাহবুব উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির।
শুনানি শেষে আদালত পল্টন থানার করা গাড়ি পোড়ানোর একটি মামলায় মির্জা ফখরুলের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন। একই থানার দুটি ও মতিঝিল থানার একটি মামলায় তাকে কেন জামিন দেয়া হবে না তা দুই সপ্তাহের মধ্যে জানাতে ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটের প্রতি রুল রুল জারি করা হয়।
গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে চলতি বছরের জানুয়ারি মাসে এসব মামলা করা হয়। গত ৬ জানুয়ারি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করা হয়। তিনি এখন কাশিমপুর কারাগারে আটক আছেন।