শ্রমিক-অধিকার প্রতিষ্ঠায় আগামী জুনের মধ্যেই শ্রমআইন বিধিমালা প্রণয়ন করা হবে বলে আবারো জানালেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
জাতীয় প্রেসক্লাবের সামনে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে শুক্রবার সকালে তিনি এ তথ্য জানান। এর আগে গত বুধবার সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালেও প্রতিমন্ত্রী এ তথ্য জানিয়েছিলেন।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘শ্রমিক-অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় শ্রম আইন বিধিমালা প্রণয়নের কাজও চলছে। আশা করছি, আগামী ৩০ জুনের মধ্যেই এ কাজ শেষ করতে পারব।’
সমাবেশে নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, ‘বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার। শ্রমিকদের ভাগ্য বদলে একের পর এক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে এ সরকার।’