ট্রাক- অটোরিকশা সংঘর্ষ, নিহত-৫

ট্রাক-অটোবাইকময়মনসিংহ জেলার মুক্তাগাছায় ভাপকির মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় পাঁচ জন অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরো তিন জন।

শনিবার সকাল সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-মুক্তাগাছার মণ্ডলসেন গ্রামের জালাল (৪৫) ও একই গ্রামের আকবর (৩২)।

আহতরা হলেন- ওই উপজেলার বাজেমাঝিয়া গ্রামের শফিকুল ইসলাম (৪৫), আড়াইবাড়িয়া রফিকুল ইসলাম (২৫) ও মণ্ডসেন নিজাম উদ্দিন( ৩০)।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, সকালে একটি অটোরিকশা লেংরাবাজার থেকে যাত্রী নিয়ে মুক্তাগাছায় যাচ্ছিল। ভাপকির মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে ২ জন মারা যান। এরপর আহতদের উদ্ধার করে মুক্তাগাছায় ভর্তি করলে সেখানে একজন ও পরে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরো দুই জন মারা যান।

আহত তিনজনকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গুরুতর আহতদের সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলে ওসি জানায়।

Exit mobile version