ট্রেন-পিকআপ সংঘর্ষ : নিহত ৩, আহত ১০

sheer_train_72271গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাইজপাড়া রেলক্রসিংয়ে একটি পিকআপের সঙ্গে ট্রেনের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত আরো দশ যাত্রী। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শিখর মিয়া (২২), জাহাঙ্গীর আলম (৩০) ও নিহত অপর জনের নাম জানা যায়নি। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানন, ঢাকাগামী জামালপুর একটি ট্রেন শ্রীপুরের মাইজপাড়া রেলক্রসিং পার হওয়ার আগ মুহুর্তে একটি পিকআপ রেললাইনে উঠে যায়। এ সময় ট্রেনের ধাক্কা লেগে পিকআপটি ধুমড়ে মুচড়ে যায়। পিকআপে থাকা ৮ যাত্রী আহত হন। এছাড়া ট্রেনের ছাদের ওপর থেকে ছিটকে পড়ে ৩ যাত্রী মারা যান।

Exit mobile version