ডিগ্রি পরীক্ষা ২২ দিন পেছাল

বিএনপি জোটের লাগাতার অবরোধ-হরতালের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট পরীক্ষা ২২ দিন পিছিয়েছে।
২৮ মার্চের পরিবর্তে এই পরীক্ষা আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হবে বলে মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, পরীক্ষার সংশোধিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং www.nubd.info থেকে জানা যাবে।

ডিগ্রি পরীক্ষা পেছানো হলেও ১ এপ্রিল থেকে নির্ধারিত সূচি মেনেই এইচএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মেহেদী হাসান

Exit mobile version