তাদেরকে পাকিস্তানে পাঠানো হবে: আমু

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বিএনপি-জামায়াত নিজেদের মুসলমান দাবি করেন। অথচ তারা মানুষকে পুড়িয়ে হত্যা করেন। দোকান থেকে কুরআন-এ আগুন দেন। এই অপশক্তিকে পাকিস্তানে পাঠানোর ব্যবস্থা নিতে হবে।

শুক্রবার মেহেরপুর জেলার বৈদ্যনাথতলায় মুজিবনগর দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ উপস্থিত ছিলেন।

Scroll to Top