দানবদের হত্যা ও নিশ্চিহ্ন করি : এইচ টি ইমাম

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, বর্তমানে যারা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে তারা দানব। তিনি বলেন, আসেন এ দানবদের হত্যা ও নিশ্চিহ্ন করি। তবেই বাংলাদেশ এগিয়ে যাবে।

সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পতাকা উৎসব-২০১৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি উল্লেখ করেন, ‘পতাকায় গৌরব, পতাকায় বিপ্লব’ এ চেতনাকে ধারণ করে জাতীয় পতাকা উদযাপন কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মাহফুজা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এম এ হান্নান, আইজিপি একেএম শহীদুল হক, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া প্রমুখ।

Scroll to Top