দিলকুশা বাণিজ্যিক ভবনে আগুন

রাজধানীর  দিলকুশা একটি বাণিজ্যিক ভবনে আগুন লেগেছে। শনিবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।
বঙ্গভবনের উত্তর পাশে ভবনটিতে ইসলামী ব্যাংক, আল আরাফাহ ইসলামী ব্যাংক, প্রাইম ইন্স্যুরেন্স, সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার্স অফিসসহ বেশ কিছু প্রতিষ্ঠানের অফিস রয়েছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা আতাউর রহমান নতুন বার্তা ডটকমকে বলেন, “আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। প্রয়োজনে আরে ইউনিট যেতে পারে।”

Exit mobile version