দুদু-রিজভীর জামিন ও রিমান্ড নামঞ্জুর

27

ভাংচুর, অগ্নিসংযোগের মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু ও বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর জামিন ও রিমান্ড নামঞ্জুর করেছেন আদালত।
শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে পল্টন থানায় দায়ের করা পৃথক ছয় মামলায় ৬০ দিনের আর রুহুল কবির রিজভীর পল্টনের দুই ও মতিঝিলের এক মামলায় ২৭ দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ।
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম এমদাদুল হক জামিন ও রিমান্ড নামঞ্জুর করে এ আদেশ দেন। একই সাথে আগামি তিন কার্যদিবসের মধ্যে তাদের জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়া হয়েছে।
রিমান্ড শুনানির জন্য দুদু ও রিজভীকে বৃহস্পতিবার কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
উল্লেখ্য, গত ১১ জানুয়ারি মিরপুর এলাকা থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে আটক করে পুলিশ। আটকের পর তাকে চার মামলায় ১৫ দিনের রিমান্ড দেন আদালত। বর্তমানে তিনি কারাগারে আটক আছেন।

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ৩০ জানুয়ারি রাত পৌনে ৩টার দিকে রাজধানীর গুলশানের পার্ক রোডের একটি বাসা থেকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা আটক করে। আটকের পর তাকে হত্যা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের পৃথক আট মামলায় টানা ২৭ দিনের রিমান্ড দেওয়া হয়। বর্তমানে তিনিও কারাগারে আটক রয়েছেন।