ধানমন্ডি লেক থেকে রেলমন্ত্রীর ভাই লতিফের লাশ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে রেলমন্ত্রী মো: মুজিবুল হকের ভাইয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম এবিএম আব্দুল লতিফ । যিনি সর্বশেষ শিল্পমন্ত্রণালয়ের  অতিরিক্ত সচিব পদে দায়িত্বপালন করে অবসরগ্রহণ করেন।

প্রত্যক্ষদর্শী সূ্ত্রে জানা যায়, ধানমন্ডি লেকে রোববার সকালে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ ভেসে উঠে। এসময় লেকের পাড়ে ব্যায়াম করতে গিয়ে লোকজন লাশটি দেখতে পান। পরে ধানমন্ডি থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন।

এ ব্যাপারে ধানমন্ডি থানার ডিউটি অফিসার আব্দুল্লাহ আল মামুন শীর্ষ নিউজকে জানান, ঘটনাস্থলে ওসি স্যার ও এস আই আবুল বাশার গিয়েছেন।

পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশটি উদ্ধার করা হচ্ছে। কিছুক্ষণ পরে তার পরিচয়ের ব্যাপারে যোগাযোগ করতে বলেন তিনি ।

Exit mobile version