আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে শপথ নিয়েছেন হাইকোর্টে নিয়োগ পাওয়া ১০ অতিরিক্ত বিচারপতি। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তাঁদের শপথবাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতি, হাইকোর্ট বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল ও নতুন বিচারপতিদের স্ত্রীরা উপস্থিত ছিলেন।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিমকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার-১ শওকত আলী চৌধুরী।
তাঁরা হলেন- অবসরপ্রাপ্ত মহানগর দায়রা জজ (চট্টগ্রাম) এস এম মজিবর রহমান, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ফরিদ আহমদ শিবলী, গাজীপুর জেলা ও দায়রা জজ আমির হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী খিজির আহমেদ চৌধুরী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল, সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় নারায়ণ দেব চৌধুরী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ভীষ্মদেব চক্রবর্তী, সুপ্রিম কোর্টের আইনজীবী এম ইকবাল কবির, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম ও মো. সোহরাওয়ার্দী।
প্রসঙ্গত গত সোমবার (৯ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি দুই বছরের জন্য এ দশজনকে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেন।