নারীর নিরাপদ মাতৃত্বের অঙ্গীকার দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, একজন সুস্থ মা-ই পারে সুস্থ শিশু জন্ম দিতে। আর একজন সুস্থ শিশুই দেশ ও জাতির ভবিষ্যৎ।
বৃহস্পতিবার বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। চ্যানেল আইয়ের কার্যালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও চ্যানেল আই যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
নাসিম বলেন, আমাদের মায়েদের সেবা করার অঙ্গীকার করতে হবে। মাতৃ মৃত্যুহার ও শিশু মৃত্যুহার কমে যাওয়ায় বিশ্বে বাংলাদেশ প্রশংসিত বলে জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। এ সময় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুও উপস্থিত ছিলেন।