নির্বাচন সুষ্ঠু : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তিন সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

ভোট গ্রহণ শেষে মঙ্গলবার বিকেল ৬টার দিকে নির্বাচন কমিশনের সচিবালয়ের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটির তিনটি ভোটকেন্দ্র রিটার্নিং কর্মকর্তার নিয়্ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এ ছাড়া কয়েকটি কেন্দ্রে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটায় সাময়িকভাবে ভোট গ্রহণ স্থগিত করা হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে পুনরায় ভোট গ্রহণ শুরু হয়।’

সেনাবাহিনী মোতায়েন প্রশ্নে সিইসি বলেন, ‘পরিস্থিতি এতটা খারাপ হয়নি যে সেনাসদস্যদের ডাকা প্রয়োজন ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্তসংখ্যক সদস্য মোতায়েন ছিলেন।’

বিএনপির ভোট বর্জন প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা দলীয় নির্বাচন নয়। তা ছাড়া কেউ নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে বর্জনের কথা জানাননি। এটা একটা দুঃখজনক বিষয়। যারা অভিযোগ করেছেন, তাদের অভিযোগ আমরা আমলে নিয়েছি। নির্বাচনের পরেও এই অভিযোগ তদন্ত করে দেখা হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘আমি এবং আমার কয়েকজন সহকর্মী মিলে ভোটকেন্দ্র পরিদর্শন করার সময় কয়েকজন ভোটার ও কর্মকর্তার সঙ্গে কথা বলে দেখেছি, তারা বলেছেন- আমরা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হইনি।’

সাংবাদিকদের সংবাদ সংগ্রহে পুলিশি বাধা ও সরকার-সমর্থিতদের হামলার বিষয়ে তিনি বলেন, ‘এ ধরনের অভিযোগ থাকলে হামলাকারীদের নাম ও ঠিকানাসহ অভিযোগ করলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। কারণ আমরা আপনাদের তথ্য সংগ্রহের অনুমতি দিয়েছি।’

Exit mobile version