নির্যাতন চালিয়ে স্বীকারোক্তি আদায় করা হচ্ছে : বিএনপি

নির্যাতন চালিয়ে কিছু ব্যক্তিকে দিয়ে নাশকতার সঙ্গে বিএনপি ও ২০ দলের নেতারা জড়িত বলে স্বীকারোক্তি আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী দল বিএনপি।

বুধবার দুপুরে এক বিবৃতিতে দলটির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এ অভিযোগ করেন।

তিনি দাবি করে বলেন, অবরোধ চলাকালে বিভিন্ন স্থানে নাশকতার যেসব ঘটনা ঘটছে, তার সঙ্গে বিএনপি বা জোটের কোনো সংযোগ নেই।

বিবৃতিতে সালাহ উদ্দিন বলেন, ‘চলমান গণ-আন্দোলন কলুষিত করার সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ হিসেবে পুলিশ রিমান্ডে অমানবিক নির্যাতনের মাধ্যমে কিছু অভিযুক্ত ব্যক্তির স্বীকারোক্তি আদায় করা হচ্ছে। তাদের মুখ দিয়ে বলানো হচ্ছে, নাশকতার সাথে বিএনপি ও ২০-দলীয় জোটের নেতারা জড়ত। পরিকল্পিতভাবে সরকার নিয়ন্ত্রিত ও দলকানা কতিপয় গণমাধ্যমে তা দিনরাত ফলাও করে প্রচার করা হচ্ছে।’

বিবৃতিতে দাবি করা হয়, সরকারি দলের দুর্বৃত্তরা পেট্রলবোমা ও অন্যান্য অবৈধ অস্ত্রসহ বিভিন্ন জায়গায় ধরা পড়লেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। তাদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থাও নেয়া হচ্ছে না।

সরকারপন্থী বিভিন্ন সংগঠন বিএনপির চেয়ারপারসনের নিরাপত্তা বিঘিœত করার চেষ্টা করছে- এমন দাবি করে বিবৃতিতে বলা হয় ‘খালেদা জিয়ার নিরাপত্তা বিঘিœত করার যেকোনো প্রচেষ্টা শাসকশ্রেণীর নিরাপত্তা বেষ্টনীকেই বরং দুর্বল করে তুলতে পারে।’

Exit mobile version