ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ শরণের বাসায় মিলিত হয়েছেন আওয়ামী লীগ ও বিএনপি নেতারা।
শুক্রবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সম্মানে ভারতের রাষ্ট্রদূতের বাসায় এক নৈশভোজে তারা মিলিত হয়েছেন বলে জানা গেছে। নৈশভোজে সাংবাদিক, আইনজীবী, অর্থনীতিবিদ ও দেশের বিশিষ্ট ব্যক্তিগণ অংশ নিয়েছেন।
জানা গেছে- নৈশভোজে অংশ নিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমদ, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মণি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও সাবেক মন্ত্রী ফারুক খান।
বিএনপি নেতাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ ও আবদুল মঈন খানের নাম জানা গেছে।
এতে সিনিয়র সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ, জাতীয় প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ ও মুন্নী সাহা রয়েছেন।
এছাড়া বিশিষ্ট আইনজীবী র্যারিস্টার রফিকুল হক ও অর্থনীতিবিদ কাজী খলিকুজ্জামান আহমেদ উপস্থিত রয়েছেন।
সূত্রঃ শীর্ষ নিউজ