পাবনায় ভাইয়ের হাতে ভাই খুন

জেলার সদর উপজেলায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার দাপুনিয়া ই্উনিয়নের ভাঁজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, পারিবারিক বিরোধের  জের ধরে সকাল ৭টায় ওই গ্রামের সোলেমান প্রামাণিকের ছোট ছেলে লতিফ তার বড় ভাই নবাব আলী (৫০)কে বাঁশ দিয়ে পিটায়।

এতে নবাব গুরুতরভাবে আহত হন। স্বজনরা তাকে দ্রুত পাবনা  জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নবাব আলীকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, লাশের ময়না তদন্তসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Exit mobile version