ফখরুলকে জামিন দিতে হাইকোর্টে রুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেন জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

 

বৃহস্পতিবার দুপুরে বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি জাফর আহম্মেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

 

আগামী দুই সপ্তাহের মধ্যে সরকারকে রুলের জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে পল্টন থানায় দায়ের করা একটি মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে।

 

আদালতে মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন।

Exit mobile version