বাংলাদেশে গরু অনুপ্রবেশ ঠেকালে ৩১ হাজার কোটি রুপি ক্ষতি হবে ভারতের

বাংলাদেশে গরু অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ করলে ভারতের বছরে ৩১ হাজার কোটি রুপি ক্ষতি হবে। এক রিপোর্টে এ তথ্য জানিয়েছে ভারতের প্রভাবশালী দ্য টাইমস অব ইন্ডিয়া। রিপোর্টে বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বুধবার বিএসএফ সদস্যদের বাংলাদেশে গরু অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ করার নির্দেশ দিয়েছেন যাতে বাংলাদেশে গরুর মাংসের দাম বেড়ে যায় এবং বাংলাদেশীরা গরু খাওয়া বন্ধ করে দেয়। কিন্তু বিএসএফ এই আদেশ পুরোপুরি বাস্তবায়ন করলে ভারতকে বছরে আরো ৩১ হাজার কোটি রুপির হিসেব গুনতে হবে। এই অতিরিক্ত অর্থ খরচ হবে ভারতের বিভিন্ন গো-শালায় রয়ে যাওয়া প্রায় সোয়া এক কোটি গরুর লালন পালনে। ভারতে শিশুদের পুষ্টির চাহিদা পুরণে যে বরাদ্দ রয়েছে, তার চারগুণ খরচ হবে গরু রক্ষণাবেক্ষণে। রিপোর্টে আরও বলা হয়, প্রতি বছর ভারত থেকে বাংলাদেশে গড়ে ২৫ লাখের মতো গরু প্রবেশ করে। এই গরু প্রবেশে অনুমতি দেয়ার নামে ব্যবসায়ীদের কাছ থেকে বিএসএফ অর্থ নিয়ে থাকে, যা বিএসএফ বরাবর অস্বীকার করে আসছে। তবে সূত্র বলছে, এই লেনদেন হওয়া অর্থের অঙ্কটার কারণেই ভারত-বাংলাদেশ সীমান্তে গরু প্রবেশ ঠেকানো রীতিমতো অসম্ভব হয়ে উঠেছে। টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট

Exit mobile version