মঙ্গল-বুধবার দেশব্যাপী জামায়াতের হরতাল

hartal_75497বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানকে হত্যার সরকারি ষড়যন্ত্রের অভিযোগ এনে এবং তিনিসহ জামায়াত নেতৃবৃন্দের মুক্তির দাবিতে মঙ্গল ও বুধবার দেশব্যাপী হরতাল কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।

সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে মকবুল আহমাদ বলেন ‘‘মুহাম্মদ কামারুজ্জামানকে হত্যার সরকারি ষড়যন্ত্রের প্রতিবাদে এবং এই মুহূর্তে তার মুক্তির দাবিতে ৭ ও ৮ এপ্রিল মঙ্গল ও বুধবার দেশব্যাপী সর্বাত্মক হরতাল কর্মসূচি ঘোষণা করছি।

এ কর্মসূচি শান্তিপূর্ণ উপায়ে সফল করার জন্য জামায়াতে ইসলামীর সকল শাখা এবং কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, সুশীল সমাজ ও পেশাজীবীসহ সকল শ্রেণি-পেশার মানুষ তথা দেশের আপামর জনতার প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি।”

বি: দ্র: এ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ফায়ার সার্ভিসের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে।

Exit mobile version