মানবতাবিরোধী অপরাধে দায়ের করা মামলার আসামি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মৌলভী শামসুদ্দোহা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ৭০১ নম্বর ওয়ার্ডে বুধবার দুপুর আড়াইটার দিকে তিনি মারা যান।
ঢামেক হাসপাতালের ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক দ্য রিপোর্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী দ্য রিপোর্টকে জানান, ২৫ মে দুপুর সাড়ে ৩টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।