মির্জা আব্বাসের বাসায় গিয়ে ভোট চাইব : সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন বলেছেন, মির্জা আব্বাসের এলাকায় গেলে ভোট চাইতে আমি ওনার বাসায় যাব। গতকাল মির্জা আব্বাসের স্ত্রী আমার বাসায় এসেছিলেন। আমরা তাকে সাধ্যমতো আপ্যায়ন করেছি।

 

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর হাজারীবাগ ঢাউচর বড় মসিজদের সামনে নির্বাচনী প্রচারণা চালানোর সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

 

সাঈদ খোকন বলেন, গতকাল উনি (মির্জা আব্বাসের স্ত্রী) আমার বাসায় আসেন, বিশ্রাম নেন, নামাজ পড়েন। আমি ওনাদের এলাকায় গেলে ওনার বাসায় যাব, ভোট চাইব।

 

এ সময় তিনি ভোটারদের উদ্দেশে বলেন, একবার আমাকে ভোট দিয়ে নগরবাসীর সেবা করার সুযোগ দিন। ঢাউচর, হাজারীবাগ, ঢাউলাহাট এলাকায় গণসংযোগে ইলিশ প্রতীকে সবার কাছে ভোট প্রার্থনা করেন সাঈদ খোকন।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, ৫৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাজী মো. নূরে আলমসহ আরে অনেকে তার সঙ্গে ছিলেন।

 

প্রসঙ্গত, গতকাল  শুক্রবার সন্ধ্যায় সাঈদ খোকনের বাসায় যান বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।

Exit mobile version