মির্জা আব্বাসের মামলা তৃতীয় বেঞ্চে

নাশকতার দুই মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের আগাম জামিন শুনানির জন্য তৃতীয় বেঞ্চ গঠন করা হয়েছে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এসকে সিনহা) জামিনের আবেদন নিষ্পত্তির জন্য বিচারপতি রুহুল কুদ্দুসের একক বেঞ্চ গঠন করেছেন।

রবিবার এ বেঞ্চ গঠন করা হয়েছে। সোমবার বেঞ্চটিতে জামিনের আবেদন শুনানির জন্য আসতে পারে।

১৫ এপ্রিল মির্জা আব্বাসের আগাম জামিন বিষয়ে বিভক্ত আদেশ দেন হাইকোর্টের একটি বেঞ্চ।

বেঞ্চটির জ্যেষ্ঠ বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী তিন সপ্তাহের আগাম জামিন দিলেও কনিষ্ঠ বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর জামিনের আবেদন খারিজ করে দেন।

আইন অনুসারে পরে বিষয়টি প্রধান বিচারপতির কাছে যায়। তিনি জামিনের আবেদন নিষ্পত্তিতে তৃতীয় বেঞ্চ গঠন করে দেন।

এদিকে দুদকের করা দুর্নীতির অন্য মামলাটির জামিনের আবেদনের শুনানি ওই বেঞ্চ ১৫ এপ্রিল কার্যতালিকা থেকে বাদ দেন।

১৬ এপ্রিল বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চে আবেদনটি উপস্থাপন করেন মির্জা আব্বাসের আইনজীবীরা। এ আবেদনের শুনানির জন্যও সোমবার দিন ধার্য রয়েছে।

গত ১২ এপ্রিল মোট তিনটি মামলায় আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন মির্জা আব্বাস। বাসে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের অভিযোগে ২০১৪ সালের ২৮ ডিসেম্বর পল্টন থানায়, একই বছরের ৬ মার্চ প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের পক্ষ থেকে শাহবাগ থানায় এবং বিস্ফোরক আইনে গত ৪ জানুয়ারি মতিঝিল থানায় দায়ের করা মামলায় এ আগাম জামিনের আবেদন করা হয়।

Exit mobile version