যুক্তরাষ্ট্রসহ ৯ রাষ্ট্রদূত খালেদা জিয়ার কার্যালয়ে

images (3)বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তাঁর গুলশানের রাজনৈতিক কার্যালয়ে গিয়েছেন ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের প্রভাবশালী ৯ দেশের রাষ্ট্রদূতদের একটি দল। এ দলের নেতৃত্ব দিচ্ছেন ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট।

দশজন রাষ্ট্রদূতকে নিয়ে তিনি একটি সাদা রঙের মাইক্রোবাসযোগে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে খালেদা জিয়ার কার্যালয়ে প্রবেশ করেন।

দলের বাকিরা হচ্ছেন- ঢাকায় নিযুক্ত ইংল্যান্ড, জাপান,

ফ্রান্স, জার্মানি অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও ইতালির রাষ্ট্রদূত। এ দলে ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ প্রতিনিধিও রয়েছেন বলে জানা গেছে।

Exit mobile version