যুবলীগ সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বগুড়া জেলা জজ আদালত জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার স্থানীয় একটি আদালত এ আদেশ দেন। জানা গেছে, চারদলীয় জোট সরকারের আমলে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে বিভিন্ন ঘটনায় ১৫৪টি মামলা দায়ের করা হয়। পরবর্তী সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসে এসব মামলা প্রত্যাহার করলেও দু’টি মামলা বাদ পড়ে। এর একটি মামলার আসামিদের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আসামিদের মধ্যে রয়েছেন জেলা যুবলীগ সভাপতি মনজুরুল আলম মোহন ও সাগর কুমার রায়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাগর কুমার রায়।

Exit mobile version