রাজশাহীর শাহ মাখদুম বিমানবন্দরের রানওয়েতে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এক বৈমানিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন এক প্রশিক্ষক।
বুধবার বেলা ২টার দিকে বাংলাদেশ ফ্লাইং একাডেমির প্রশিক্ষণ বিমানটি দুর্ঘটনায় পড়লে এ ঘটনা ঘটে।
মতিহার থানার ওসি সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত প্রশিক্ষণার্থী বৈমানিকের নাম তামান্না। আহত প্রশিক্ষক সাঈদ কামালকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
ফ্লাইং একাডেমির ইঞ্জিনিয়ার রুমী জানান, রানওয়ে থেকে টেক ওফ করার সময় বিমানটির ইঞ্জিনে আগুন ধরে যায়।
তাৎক্ষণিকভাবে এ বিষয়ে আর কোনো তথ্য পাওয়া যায়নি।