‘লেভেল প্লেয়িং ফিল্ড করলে সিটি নির্বাচনে অংশ নিবে বিএনপি’

নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করলে ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেবে বিএনপি।

এমনটা জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল অব. মাহবুবুর রহমান বলেছেন, “এ ব্যাপারে দুই একদিনের মধ্যে সিদ্ধান্ত হবে।”

মঙ্গলবার বিকেলে স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মাহবুবুর রহমান জানান,  “সিটি নির্বাচনে প্রার্থী নিয়ে বিএনপির কোনো সমস্যা নেই। তবে নির্বাচনে অংশ নিতে আমাদের শর্ত থাকবে। প্রার্থীরা নির্বিঘ্নে কাজ করার সুযোগ করে দিতে হবে।যাদের বিরুদ্ধে মামলা আছে তাদের বিষয়টিও সরকারকে বিবেচনা করতে হবে।”

তিনি আরো বলেন, “এমন পরিস্থিতি তৈরি হলে বিএনপি অবশ্যই নির্বাচনে যাবে এবং বিপুল ভোটে জয়লাভ করবে।”

বিএনপি সরাসরি প্রার্থী দেবে নাকি অন্য কাউকে সমর্থন করবে-এমন প্রশ্নের জবাবে বিএনপি শীর্ষ এই নেতা জানান,“ সুশীল সমাজের সদস্যদের মধ্যে আমাদের লোক আছে। তাদেরকেও সমর্থন দিতে পারি।”

পরে বিএনপি আয়োজিত আলোচনা সভায় যোগ দেন মাহবুবুর রহমান। এতে সভাপতিত্ব করেন দলের ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন।

এছাড়াও বক্তব্য রাখেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, আবদুল হালিম, ব্যারিস্টার হায়দার আলী, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মো. ইবরাহীম প্রমুখ।

পরে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) শিল্পীরা গান পরিবেশন করেন।

Exit mobile version