শাহজাহানপুরে সড়ক দুর্ঘটনায় মানবকণ্ঠের স্টাফ নিহত

রাজধানীর শাহজাহানপুরে সড়ক দুর্ঘটনায় দৈনিক মানবকণ্ঠ পত্রিকার একজন স্টাফ মারা গেছেন। তার নাম মশিউর রহমান (৩০)।

 

বৃহস্পতিবার গভীর রাতে শাহজাহানপুরে পীরজঙ্গি মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হন আরো তিনজন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

নিহতের সহকর্মী আজাদ জানান, গভীর রাতে পীরজঙ্গি মাজারের সামনে দৈনিক মানবকণ্ঠ সংবাদপত্রবাহী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের ওপর উল্টে যায়। এ সময় মশিউরসহ চারজন গুরুতর আহত হন। তাদের ঢাকা মেডিক্যালে নিলে ভোর সোয়া ৪টার দিকে মশিউরের মৃত্যু হয়। তার বাড়ি শরীয়তপুরে।

Exit mobile version