শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

জেলার শিবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তরিকুল ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে।

রোববার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ওয়াহেদপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

তিনি ওই উপজেলার জামাইপাড়া গ্রামের মৃত ইউছুফ আলীর ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)‘র ৯ ব্যাটালিয়নের অধিনায়ক আবু জাফর শেখ মো. বজলুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনার জন্য ভারতীয় চাঁদনীচক ২০ বিএসএফ ক্যাম্প কমান্ডার শ্রী রাজকুমার বাতাসার কাছে তাৎক্ষণিক প্রতিবাদ জানানো হয়েছে। সূত্র: শীর্ষ নিউজ

Exit mobile version