জেলার শিবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তরিকুল ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে।
রোববার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ওয়াহেদপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
তিনি ওই উপজেলার জামাইপাড়া গ্রামের মৃত ইউছুফ আলীর ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)‘র ৯ ব্যাটালিয়নের অধিনায়ক আবু জাফর শেখ মো. বজলুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনার জন্য ভারতীয় চাঁদনীচক ২০ বিএসএফ ক্যাম্প কমান্ডার শ্রী রাজকুমার বাতাসার কাছে তাৎক্ষণিক প্রতিবাদ জানানো হয়েছে। সূত্র: শীর্ষ নিউজ