শেখ হাসিনাকে মোদির ফোন

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ভারতীয় প্রধানমন্ত্রীর ফোন আসে বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপকথনে মোদী ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলের সাফল্য কামনা করেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীও বিশ্বকাপে ভারতীয় দলের সাফল্য কামনা করেছেন।

এদিকে বেলা সোয়া ১১টার দিকে এক টুইটে বাংলাদেশসহ বিশ্বকাপে অংশ নেওয়া দক্ষিণ এশিয়ার দেশগুলোর নেতাদের সঙ্গে কথা বলার বিষয়টি উল্লেখ করেন মোদী।

“স্পোক টু প্রেসিডেন্ট আশরাফগণি, পিএম শেখ হাসিনা, পিএম নওয়াজ শরীফ অ্যান্ড প্রেসিডেন্ট সিরিসেনা। কনভেইড মাই বেস্ট উইশেজ ফর দ্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ,” লেখেন তিনি।

সূত্রঃবিডিনিউজ

Exit mobile version