সাংবাদিক সম্মেলনে খালেদা জিয়ার ৬ দফা

babul-------1_72415বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতা বেগম খালেদা জিয়া ৬ দফা দাবি জানিয়েছেন। দাবিগুলো হচ্ছে- প্রথমত. ২০ দলের গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের মুক্তি। দ্বিতীয়ত. গুম-খুন-হত্যা বন্ধ। তৃতীয়ত. নেতাকর্মীদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার। চতুর্থ দফায় তিনি বলেছেন, সকল হত্যাকাণ্ডের বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি দিতে হবে। পঞ্চমে তিনি বলেছেন, সভা-সমাবেশের ওপর থেকে বিধি নিষেধ প্রত্যাহর করে নিতে হবে এবং শেষ দফায় বলেছেন, সকলের অংশগ্রহণে দ্রত সংলাপের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

শুক্রবার বিকেল ৪ট ৪৫ মিনিটে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এসব দাবি জানান।

গুলশান কার্যালয়ে অবরুদ্ধের পরে এই প্রথম তিনি জাতির সামনে বক্তব্য রাখেন। গত ৩ জানুয়ারি থেকে তিনি গুলশান কার্যালয়ে অবরুদ্ধ আছেন। ৫ জানুয়ারি পল্টনের জনসভায় যোগ দেয়ার জন্য কার্যালয়ের বাইরে আসার চেষ্টা করলেও আইন-শৃঙ্খলা বাহিনী তাকে বের হতে দেয়নি।

Exit mobile version