সুখবর এলো মুশফিক পরিবারে

সম্প্রতি জাতীয় দলের টেস্ট অধিনায়ক থেকে মুশফিকুর রহিমকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অধিনায়কত্ব থেকে অব্যাহতির খবরটা মুশফিকের পরিবারের জন্য সুখকর না হলেও, হত্যা মামলা থেকে মুশফিকের বাবার অব্যাহতির সংবাদে নিশ্চয়ই আনন্দিত তার পরিবার।

বগুড়ার মাটিডালি এলাকার স্কুলছাত্র মাশুক ফেরদৌস হত্যা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন জাতীয় দলের উইকেট কিপারকাম ব্যাটসম্যান মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ তারা। রোববার বগুড়ার মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এ আদেশ দেন।

গত ১৩ মে শনিবার সন্ধ্যায়, কে বা কারা মাশুক ফেরদৌসকে হত্যা করে। মুশফিকের বাবাকে সেই হত্যায় মামলার আসামি করেন মাশুকের বাবা। তবে মুশফিকের বাবার দাবি, দীর্ঘদিন ধরে মাটিডালি উচ্চ বিদ্যালয়ের স্কুল কমিটির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন তিনি। স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে মাশুক ফেরদৌসের বাবা এমদাদুল হক জয়ী হতে না পেরে শত্রুতাবশত ছেলের হত্যা মামলায় তাকে জড়িয়েছেন।

Scroll to Top