বাগেরহাট
বৃহস্পতিবার বেলা সোয়া ২ টার দিকে শিল্পাঞ্চল এলাকায় সেনাকল্যাণ সংস্থার ‘এলিফ্যাণ্ট ব্রাণ্ডের’ সিমেন্টের নির্মাণাধীন চারতলা কারখানার ছাদ ধসে অন্তত অর্ধশত শ্রমিক চাপা পড়ে। ভবনটিতে কমপক্ষে দুই শতাধিক শ্রমিক কাজ করতেছিল। ইতিমধ্যে পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় পুলিশ নিশ্চিত করেছেন। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি। জীবিত উদ্ধার করা হয়েছে চারজনকে। তাদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন জানান, তিনি ঘটনাস্থলে রয়েছেন। চাপা পড়াদের উদ্ধারে ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয়রা কাজ করছে।