স্থগিত এসএসসি পরীক্ষাসমূহের সময়সূচি ঘোষণা

20150217044255_67144বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধ-হরতাল কর্মসূচিতে স্থগিত হওয়া কয়েকটি পরীক্ষ‍ার সময়সূচি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ নতুন সূচি জানা গেছে।
নতুন রুটিন অনুযায়ী- গত ৩ মার্চের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ২০ মার্চ সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
অপরদিকে ৪ মার্চের স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২১ মার্চ সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত।
এছাড়া গত ১ মার্চের স্থগিত পরীক্ষা আগামী ১৪ মার্চ শনিবার ১০টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
১২ ফেব্রুয়ারির স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৩ মার্চ শুক্রবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত।

৮, ১০ ও ১১ মার্চের স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার তারিখও পরে জানানো হবে বলে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী এ তথ্য নিশ্চিত করেছেন।

Scroll to Top