হত্যার দায়ভার যাদের ওপরে তাদের সঙ্গে সংলাপ নয়’

বিএনপির সঙ্গে সংলাপের ব্যাপারে কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘বিএনপির নেতৃত্বে ২০ দল সাম্প্রতিককালে আন্দোলনের নামে পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যা করেছে। এই হত্যার দায়ভার যাদের ওপরে তাদের সঙ্গে সংলাপে বসার আগ্রহ সরকারের নেই। এই মুহূর্তে সরকার এটা ভাবছে না, জনগণও এটা চায় না।’

 

মঙ্গলবার বেলা ১১টায় কুষ্টিয়াস্থ নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

 

বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ সর্ম্পকে হানিফ বলেন,  ‘আইনশৃঙ্খলা বাহিনী সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে বের করার চেষ্টা করছেন। তার নিখোঁজ হওয়ার প্রকৃত তথ্য খুব শিগগিরই উদঘাটন হবে।’

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সহ-সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলীসহ আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

Exit mobile version