হামলা সত্ত্বেও প্রচারণায় নামবেন খালেদা জিয়া

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে দল সমর্থিত প্রার্থীদের পক্ষে আজ বৃহস্পতিবার ষষ্ঠ দিনের মতো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণা নামবেন। এর আগে গত পাঁচদিন নির্বাচনী প্রচারণায় নামলে তিনদিনই খালেদা জিয়ার গাড়িবহর ছাত্রলীগ,যুবলীগ, আওয়ামী লীগের হামলার শিকার হয়। বিএনপি সূত্রে জানা গেছে, গত তিনদিনের হামলায় খালেদা জিয়ার গাড়িবহরের ৭টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া চেয়ারপারসনের নিরাপত্তায় নিয়োজিত থাকা ৬ জন নিরাপত্তা কর্মীও আহত হয়েছেন। তারা বর্তমানে চিকিৎসাধীন আছেন। এমতাবস্থায় খালেদা জিয়ার পক্ষে ষষ্ঠ দিনের মত নির্বাচনী প্রচারণায় নামা অনিশ্চিত হয়ে পড়েছে। তবে বিএনপির একটি সূত্র নিশ্চিত করেছে, হামলা সত্ত্বে খালেদা জিয়া নির্বাচনী প্রচারণা চারিয়ে যাবেন। এব্যাপারে চেয়ারপারসনের নিরাপত্তায় নিয়োজিত সিএসএফকে নতুন কৌশল নির্ধারনের দায়িত্ব দেওয়া হয়েছে। এক্ষেত্রে মিডিয়া কর্মীদের থেকেও তা গোপন রাখার চেষ্টা করা হচ্ছে। তবে বিশেষ কিছু গণমাধ্যমকে এবিষয়ে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে মোবাইলে এসএমএস’এর মাধ্যমে ৩০মিনিট আগে জানানো হবে বলে সূত্রটি জানায়।

Scroll to Top