২০১৫ বিশ্বকাপ উদ্বোধন হলো নিউজিল্যান্ডে।

World cup picবিশ্বকাপ শুরু ১৪ ফেব্রুয়ারি। আর ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ক্রাইস্টচার্চের হেগলি ওভালে চললো উদ্বোধনী অনুষ্ঠান। নিউজিল্যান্ডের আয়োজিত এই লম্বা সময়ের উদ্বোধনী অনুষ্ঠান মুগ্ধ করেছে সবাইকে। আলো ঝলমলে অনুষ্ঠান হয়েছে। সেখানে অভিনয়ের ছলে ক্রিকেট খেলা, নাচ গান আরো অনেক কিছুই উঠে এসেছে। নিউজিল্যান্ডের সেরা প্রতিভা, সেরা ক্রীড়াবিদদের কথা নানাভাবে বলা হয়েছে। এ ছাড়া বিভিন্ন দেশের অধিনায়ক ক্রিকেটারদেরও দেখা গেছে আনন্দের সাথে অনুষ্ঠান উপভোগ করতে।

 স্টেডিয়ামে অনুষ্ঠান দেখার কোনো খরচ ছিল না। আর এই অনুষ্ঠান দেখতে হাজার হাজার উৎসাহী মানুষ আগে থেকেই গিয়ে হাজির হন। নিউজিল্যান্ডের কৃষ্টি আর সংস্কৃতি উঠে এসেছে অনুষ্ঠানে। আদিবাসীদের শো মুগ্ধ করেছে। ছোট ছোট শিশুদের বড়দের সাথে খেলা মিছেমিছি ক্রিকেট আর নিউজিল্যান্ডের সেরা সংগীতশিল্পিদের গান মন মজিয়েছে। যে কয়েকটি দল নিউজিল্যান্ডে আছে তারা সারি বেঁধে বিশ্বকাপ সংগীতের তালে উপস্থিত হন মঞ্চে।

সূূত্র: কালের কন্ঠ

Exit mobile version