ইলিয়াস আলীকে নিয়ে স্ত্রীর নতুন আশা

আমি তো সব সময়ই মনে করি, ইলিয়াস ফিরে আসবে। বর্তমান পরিস্থিতিতে আশাটা বেশি হচ্ছে। মঙ্গলাবার রাতে ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী এসব কথা বলেন।

শারীরিকভাবে ‘অসুস্থ’ থাকায় এর চেয়ে বেশি কিছু বলতে চাননি তিনি।

বিএনপি নেতাদের অভিযোগ, বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে ‘সরকারের লোকেরাই তুলে নিয়ে গেছে’।

উল্লেখ্য, তিন বছর আগে রাজধানীর বনানী থানা পুলিশ গভীর রাতে মহাখালী এলাকা থেকে ইলিয়াস আলীর প্রাইভেট কারটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

পরে তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে পুলিশ জানতে পারে, রাত সাড়ে ৯টার দিকে বাসা থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার পর থেকে ইলিয়াস আলীর সঙ্গে আর যোগাযোগ হয়নি স্ত্রী তাহসিনা রুশদীর।

ইলিয়াসের গাড়িচালক আনসারেরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিএনপির সভাপতি এম ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার পর তার সন্ধান দাবিতে জেলা ও সারাদেশে কয়েক দফা হরতাল করে বিএনপি।

Exit mobile version