চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে পাঁচ লাখ ইয়াবাসহ সাতজনকে আটকের দাবি করেছে র্যাব।
একটি ফিশিং ট্রলার থেকে এগুলো জব্দ করা হয়।
র্যাব বলছে, আটক ইয়াবার দাম প্রায় ২০ কোটি টাকা।
র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতা উদ্দিন বিবিসি বাংলাকে জানান, এটি চট্টগ্রামে এ পর্যন্ত আটক হওয়া ইয়াবার সবচেয়ে বড় চালান।
মি. মিফতা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বহিনোঙ্গর এলাকায় ট্রলারটি আটকে তল্লাশি চালিয়ে পানির ড্রামের ভেতরে কৌশলে লুকিয়ে রাখা পাঁচ লাখ ইয়াবা পাওয়া যায়।
ঘটনাস্থল থেকে সাতজনকে আটকের পর এখন তাদের জিজ্ঞাসাবাদ করছে র্যাব।