পদত্যাগ করছেন জাবির সিএসই বিভাগের ৯ শিক্ষক

ভবন বরাদ্দ সংক্রান্ত সিদ্ধান্তের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ৯ শিক্ষক পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

 

বৃহস্পতিবার রাতে বিভাগের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক শরীফ উদ্দিন।

 

শরীফ উদ্দিন বলেন, বিভাগের সব শিক্ষকই পদত্যাগ করার বিষয়ে একমত হয়েছেন। শুক্রবার আমরা সবাই উপাচার্যের কাছে পদত্যাগপত্র জমা দেব।

 

এদিকে, গতকাল রাতেই এক সিন্ডিকেট সভায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও ভূতত্ত্ব বিজ্ঞান বিভাগের চারতলা ভবনের তৃতীয় তলা পরিবেশ বিজ্ঞান বিভাগকে বরাদ্দ দেওয়া হয়।

 

সিন্ডিকেট সদস্য অধ্যাপক হানিফ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ভবন বরাদ্দ নিয়ে আগেই জটিলতা ছিল। এখন বিষয়টি আরো জটিলতর হলো।

 

উল্লেখ্য, প্রায় এক মাস ধরে পরিবেশ বিজ্ঞান বিভাগের ভবন না থাকায় বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করে আসছিলেন পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। এক মাস ক্লাস-পরীক্ষাও হয়নি তাদের।

 

এ অবস্থায় বৃহস্পতিবার রাতে এক জরুরি সিন্ডিকেটে তাদের ভবন বরাদ্দ দেওয়া হয়। এক মাস আন্দোলনের পর ভবন বরাদ্দ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

– See more at: http://www.timenewsbd.com/news/detail/49644#sthash.bKBA8bJV.dpuf

Scroll to Top