বিক্ষোভ কর্মসূচি ঘোষণার পর পুলিশের নজরদারিতে মোশরেফা মিশু

25

বাংলাদেশে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বাংলাদেশের ন্যায্য দাবি তুলে ধরতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণার পর পরই গণতান্ত্রিক বামমোর্চার সমন্বয়ক মোশরেফা মিশুর বাসভবনের সামনে পুলিশ অবস্থান নিয়েছে।

শনিবার দুপুরে গণতান্ত্রিক বামমোর্চার সমন্বয়ক ও গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু সংবাদকর্মীদের কাছে ফোনে এই অভিযোগ করেন। তবে কলাবাগান থানা পুলিশ মোশরেফা মিশুর অভিযোগ অস্বীকার করেছে।

তবে মিশুর এই অভিযোগ অস্বীকার করেছেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল।

তিনি উল্টো প্রশ্ন করেন, ‘আমরা তাকে ঘেরাও করে রাখব কেন? বাম নেতারা কখন কী বলে ঠিক নেই।’

প্রসঙ্গত, সাতটি বাম দলের জোট মোদির সফরে রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিল, সীমান্তে হত্যা বন্ধসহ বিভিন্ন দাবিতে শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয়।